গাইবান্ধা সদর উপজেলায় রেল লাইনের ওপর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ঠিক কখন কোন ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী তা জানা যায়নি।
শুক্রবার দুপুরে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তীতে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।