বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে আহত ৪

0

বগুড়ার নন্দীগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে পৃথক ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের আগাপুর গ্রামে চার ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আহতরা হলেন, আগাপুর গ্রামের মৃত সহির আলীর ছেলে একরাম হোসেন (৬০) ও তার ভাই মাহাবুর মিয়া (৫৫)। এদিন ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে ভাই-ভাতিজার মারপিটে দুই ভাই আহত হন। তারা হলেন শেখের মারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ (৪১) ও তার ভাই ইব্রাহিম আলী (৩৫)।
 
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান পৃথক ঘটনায় আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here