পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের আল-আকসা মসজিদে পরপর দু’দিন তাণ্ডব চালানোর পর এবার অধিকৃত গাজা এবং প্রতিবেশী লেবাননে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল।
বৃহস্পতিবার দিবাগত রাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী।
তবে তাৎক্ষণিকভাবে গাজা ও লেবাননে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত বুধ ও বৃহস্পতিবার পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থাপনা আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সূত্র: রয়টার্স, আল জাজিরা, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস