ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে শহিদুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী রেলস্টেশনের উত্তরে স্বজনপুকুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল হক নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। এলাকাবাসীরা জানায়, শহিদুল হক রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী স্টেশন থেকে পার্বতীপুর অভিমুখে যাচ্ছিল। এই ট্রেনে কাটা পড়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে। লোকমুখে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন গিয়ে পরিচয় শনাক্ত করেন। শহিদুল হক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসরে যান।