বোয়ালমারী উপজেলায় বিভিন্ন পদে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিভিন্ন পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনলাইনে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে এসব মনোনয়নপত্র জমা দেন।

তবে কয়েকজন প্রার্থী শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের কার্যালয়ে প্রতীকী মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন। তারা হলেন-সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আওয়ামী লীগের সদস্য রাহাদুল আকতার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এমএম শফিউল্লাহ্ (সাফি), মো. শফিকুল হক টিপন মিয়া, আসাদুজ্জামান পরশ সিকদার ও মো. জোবায়ের হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন। এ পদের প্রার্থীরা হলেন-বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন,  মণিকা রাজবংশী, মোছা. শাহনাজ বেগম, পারভীন রহমান, ঝর্ণা বেগম ও কাজী সালমা শাহিন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here