‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফ পুষ্টি (রংপুর-রাজশাহী) প্রতিনিধি শহীদুল হাসান, জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আরশাদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. মো. আসিফ উর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আফরোজ জাহান ও সঙ্গ ফাউন্ডেশন প্রতিনিধি মনিরুজ্জামান মুকুল প্রমুখ।