বলিউডের অনেক সিনেমার জনপ্রিয় জুটি শাহরুখ খান ও রানী মুখার্জি। কুছ কুছ হোতা হ্যায়, কাভি অলবিদা না কহেনা ও চলতে চলতে-এমন অনেক সিনেমার জুটি হয়ে অভিনয় করেছেন তারা। শাহরুখের প্রতি প্রেম এখনও একই রকম রয়েছে বলিউড রানীর। তাই তো সুযোগ পেলেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।
তবে এবার শুধু প্রশংসা নয়, শাহরুখের সঙ্গে নতুন ছবিতে অভিনয়ের কথা ভাবছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রানী।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আর রানী মুখার্জি অভিনীত এই ছবি বরাবরের মতোই সকলের মন কেড়েছে। বক্স অফিসে খুব প্রভাব ফেলতে না পারলেও তার অভিনয় এই ছবিতে সবার মন জয় করে নিয়েছে।