ওটিটিতে ‘অশ্লীলতা’ নিয়ে এবার মুখ খুললেন সালমান খান

0

এবার ওটিটি প্ল্যাটফর্মগুলোর ‘অশ্লীলতা’ নিয়ে মুখ খুললেন বলিউড ভাইজান সালমান খান। তার মতে, ‘ওটিটি নতুন প্রজন্মের জন্য মোটেও ভালো নয়। কারণ ওটিটিতে নগ্নতা, যৌনতা খুবই সহজলভ্য।’ সম্প্রতি ফিল্মফেয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই বিভিন্ন প্রসঙ্গের মধ্যে ওটিটি এ মন্তব্য করেন তিনি। 

সালমান আরও বলেন, ওটিটিতে যে ধরনের যৌনতা, খারাপ দৃশ্য ও গালিগালাজ দেখানো হয়, সেসব বন্ধ হওয়া উচিত। তাদেরও সেন্সর থাকা উচিত। ছোট সন্তানদের ফোনেও এসব দেখা যায়। ১৫-১৬ বছরের ছেলে-মেয়েরা যদি এসব দেখে আপনাদের ভালো লাগবে? আমার মনে হয় কনটেন্ট বিচার-বিবেচনা করে তারপরই আনা উচিত। কনটেন্ট যত ক্লিন হবে, এর ভিউজ তত বাড়বে।

সালমান বলেন, ওটিটিতে আপনি সব করে ফেলেছেন। খোলামেলা চুমু খাচ্ছেন, শারীরিক দৃশ্যে অভিনয় করছেন। যখন বাড়িতে প্রবেশ করছেন, আপনার গাড়ির ড্রাইভার বা নিরাপত্তারক্ষীরা সেটিই দেখছেন। অল্প অল্প ঠিক আছে, যদিও এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এ অভিনেতার মতে, যারা অভিনেতা হিসেবে প্রকৃত অর্থেই প্রতিভাবান, তারা নিজেদের ব্যক্তিসত্তা বলি দিতে পারছেন না বলে ওটিটি প্লাটফর্মে আসতে পারছেন না। তিনি বলেন, আমরা ভারতীয়। আমাদের সবকিছু নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here