হবিগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

0

হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি উপজেলায় একটানা চলে এ ভোটগ্রহণ। ভোট গণনা শেষে এই দুই উপজেলার ফলাফল ঘোষণা করা হয়েছে।

বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী (মোটরসাইকেল) পেয়েছেন ৩১ হাজার ৮০৩ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here