জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, ইসরায়েলের আদেশের পর গত ৪৮ ঘণ্টায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর ছেড়ে প্রায় ৫০ হাজার মানুষ চলে গেছে।
সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মী বুধবার সিএনএনকে বলেন, আমরা তাদেরকে খান ইউনিসে যেতে দেখেছি। কেউ কেউ আল-মাওয়াসির সম্প্রসারিত মানবিক অঞ্চলে এবং অনেকে দেইর আল-বালাহ এলাকায় চলে গেছেন।
গাজায় ইউএনআরডাব্লুএ’র সিনিয়র উপ-পরিচালক স্কট অ্যান্ডারসন সিএনএনের রোজমেরি চার্চকে বলেন, জাতিসংঘ যেমনটি মনে করে আমরাও তেমনিভাবে মনে করি, ফিলিস্তিনি জনগণ যেখানে যেতে চায় তাদের সে স্বাধীনতা থাকা উচিত। তারা যেখানে তাদের পরিবার নিয়ে আশ্রয় নেবে, আমরা সেখানেই তাদের সহায়তা দেব।
অ্যান্ডারসন আরও বলেন, খান ইউনিসে পালিয়ে যাওয়া লোকেরা এমন এলাকায় পৌঁছাবে যে অঞ্চল ইতিমধ্যে যুদ্ধে বিধ্বস্ত। তিনি জোর দিয়ে বলেন, আরও মানবিক সাহায্য পাওয়া তার সংস্থার জন্য সবথেকে বেশি উদ্বেগের একটি বিষয়।