হলিউডের জনপ্রিয় তারকা ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট। এবার তিনি মুখ খুলেছেন সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে। যেখানে বেশিরভাগ শিল্পীই এই বিষয়ে কথা বলতে চান না, সেখানে ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট খানিকটা ভিন্ন মত প্রকাশ করলেন। জানালেন, বেশ কয়েকজন সহশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এমিলি। সঞ্চালক তার কাছে জানতে চান, কোনও চুম্বন দৃশ্যের সময় অস্বস্তি বোধ করেছেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘অবশ্যই। খুবই জঘন্য ছিল, এটা বলবো না। তবে অবশ্যই কিছু চুম্বন আমি মোটেও উপভোগ করিনি।’
এমিলি ব্লান্ট সবশেষ অভিনয় করেছেন ‘দ্য ফল গাই’ সিনেমায়। ডেভিড লিচ নির্মিত এই ছবিতে তার সঙ্গে আছেন রায়ান গসলিং। এছাড়া গেল বছরের সবচেয়ে আলোচিত ও অস্কারজয়ী ছবি ‘ওপেনহাইমার’-এ তিনি কিলিয়ান মরফির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন।