বরগুনায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

0

বরগুনায় মাদ্রাসার এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণের পৃথক দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ওই ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো: মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। আসামি হল, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানি গ্রামের জয়নাল খানের ছেলে  মো: কামাল খান। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পিপি আশ্রাফুল আলম শিল্পি। 

মামলার বর্ণনায় জানা যায়, মোঃ আলমগীর হোসেন ওই ট্রাইব্যুনালে বাদী হয়ে ২০১৪ সালের ২৭ আগস্ট একটি মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তার নাবালিকা কন্যা দক্ষিণ তালুকের চরদুয়ানী দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করে। আসামি কামাল খান তার কন্যাকে পথে ঘাটে উত্যক্ত করে। বাদী কামালের বাবা-মায়ের নিকট অভিযোগ দিলে এতে কামাল আরও উত্তেজিত হয়। ২০১৪ সালের ১০ আগস্ট বাদীর নাবালিকা কন্যাকে জনৈক আজিজ ফরাজির বাড়ীর সামনে দিয়ে মাদ্রাসায় যাবার পথে আসামি কামাল খান জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। কয়েক দিন আটক রেখে ধর্ষণ করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here