মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে আয়ারল্যান্ড। ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় থাকা ম্যাচটিতে ইতিমধ্যে বড় লিড পেয়ে গেছে আইরিশরা। প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েছিল সফরকারীরা, বাংলাদেশ করেছিল ৩৬৯ রান।
বুধবার ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। তবে তৃতীয় দিনে বৃহস্পতিবার ব্যাট করতে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আইরিশ ব্যাটাররা।
জুটি ভাঙলেও পথ হারায়নি আয়ারল্যান্ড। টেক্টরের সঙ্গী হয়ে দারুণ খেলেছেন লরকান টাকারও। ৪ চারে ৪৩ বলে ২৪ রান টাকার ও ৫ চার ও ১ ছক্কায় ১৩২ বলে ৪৩ রান করে টেক্টর অপরাজিত থেকে লাঞ্চে গিয়েছিলেন। বিরতির পর এসে টেক্টরকে আউট করেন তাইজুল ইসলাম। তার ফুল লেংথের বলে সুইপ করতে গেলে তা প্যাডে আঘাত হানে টেক্টরের। রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি আইরিশ ব্যাটার। ৭ চার ও ১ ছক্কায় ১৫৯ বলে ৫৬ রান করে আউট হন তিনি।
কিন্তু অন্য প্রান্তে দারুণ খেলেছেন টাকার। চা বিরতি থেকে ফিরে সেঞ্চুরির দেখা পান তিনি। আইরিশদের কেবল দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে এই কীর্তি গড়েন তিনি। সেঞ্চুরির পর অবশ্য খুব বেশিক্ষণ টেনে নিতে পারেননি টাকার। এবাদত হোসেনের অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে কাভারে শরিফুল ইসলামের হাতে ক্যাচ দেন তিনি। ১৪ চার ও ১ ছক্কায় ১৬২ বলে ১০৮ রান করেন তিনি।
তার বিদায়ের পরও দলকে টেনে নিয়েছেন ম্যাকব্রাইন। হাফ সেঞ্চুরি পেরিয়েও অপরাজিত আছেন তিনি, আইরিশদের আট নম্বর ব্যাটার ৮ চার ও ১ ছক্কায় ১৪৪ বলে করেছেন ৭১ রান। তাকে মাঝে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন মার্ক অ্যাডায়ার। ৪৯ বলে ১৩ রান করে তিনি ফিরলে তার জায়গা নিয়েছেন গ্রাহাম হিউম। ২৩ বলে ৯ রান করে ম্যাকব্রাইনের সঙ্গে চতুর্থ দিন শুরু করবেন তিনি।