ইসরায়েলের বোমার একটি চালান স্থগিতের কথা নিশ্চিত করল মার্কিন যুক্তরাষ্ট্র। গাজার সর্বদক্ষিণাঞ্চলীয় মিশর সীমান্তবর্তী শহর রাফায় বড় ধরনের স্থল অভিযানে ওইসব বোমা ব্যবহার করতে পারে ইসরায়েল-এমন আশঙ্কায় গত সপ্তাহে চালানটি স্থগিত করে বাইডেন প্রশাসন।
মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, রাফায় বেসামরিক লোকজনের মানবিক চাহিদা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ‘পুরোপুরি বিবেচনায়’ নেয়নি ইসরায়েল।
এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
হোয়াইট হাউস প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রের অবস্থান, রাফায় ইসরায়েলের বড় রকমের স্থল অভিযান চালানো উচিত হবে না। কেননা, সেখানে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছেন। তাদের অন্যত্র যাওয়ার জায়গা নেই।”
রাফায় বেসামরিক মানুষের মানবিক চাহিদা ইসরায়েল কীভাবে মেটাবে ও সেখানে হামাসের বিরুদ্ধে আলাদা অভিযান পরিচালনা করবে, সেসব বিষয়ে স্ট্র্যাটেজিক কনসালটেটিভ গ্রুপের কাঠামোয় দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলেও ওই কর্মকর্তা জানান।
হোয়াইট হাউসের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আরও বলেন, “আলোচনা এখনও চলছে এবং আমাদের উদ্বেগকে পুরোপুরি বিবেচনায় আনা হয়নি। রাফায় বড় ধরনের স্থল অভিযান চালানোর ব্যাপারে ইসরায়েলি নেতাদের সিদ্ধান্তমূলক অবস্থানের দৃশ্যত ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ফলে ইসরায়েলে প্রস্তাবিত অস্ত্রের চালান পাঠানোর বিষয়টি যত্নের সঙ্গে পুনর্বিবেচনা শুরু করি আমরা। এসব অস্ত্র হয়তো রাফায় ব্যবহার করা হতো।” সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল