পেছনে গোপন কক্ষ। অথচ বাইরে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এক বৃদ্ধ। তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন বলে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে। ভোট কক্ষের বাইরে এমন চিত্র দেখা গেছে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনের কেন্দ্রে।
বুধবার (৮ মে) উপজেলার নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুরুষ ভোট কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, এই ঘটনার কোনো প্রমাণ আছে কিনা? পরে তাকে ছবি দেখালে বৃদ্ধদের খুঁজতে যান তিনি।