জামালপুর সদরে ভোটগ্রহণ চলছে

0

জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জামালপুর সদর উপজেলায় ১৬৯টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে মোট ৫ লাখ ৫১ হাজার ৪৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২ টিম র‌্যাব, ২ প্লাটুন বিজিবি ছাড়াও পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
 
এদিকে, সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করায় প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। পরে উচ্চ আদালতে আপিল করে প্রার্থীতা ফিরে পান তিনি। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের দারস্থ হয় নির্বাচন কমিশন। তাই আইনি জটিলতার কারণে নির্বাচনের আগের দিন সরিষাবাড়ী উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থাগিত করে নির্বাচন কমিশন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here