আজারবাইজানে ইরানের গোয়েন্দা ঘনিষ্ঠ ৬ ব্যক্তি গ্রেফতার

0

ইরানের গোয়েন্দা সংস্থা ঘনিষ্ঠ ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে আজারবাইজান। আজারবাইজানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং দেশটির প্রসিকিউটরের দপ্তর যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতি অনুসারে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা ইরানের গোয়েন্দা বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করতো। আজারবাইজানে তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছিল।  

বাকু জানিয়েছে, ‘গ্রেফতার ৬ আজেরি নাগরিককে নিয়োগ দিয়েছিল ইরানের গোয়েন্দা সংস্থা। তাদের লক্ষ্য ছিল, আজারবাইজানকে অস্থিতিশীল করা। বাকু আরও বলছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের লক্ষ্য ছিল সহিংস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আজারবাইজানকে একটি শিয়া রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।’

চলতি বছরের জানুয়ারিতে ইরান থেকে দূতাবাস প্রত্যাহার করে আজারবাইজান। এই ঘটনার আগে একজন অস্ত্রধারী আজারবাইজানের দূতাবাসে হামলা চালায়। এতে একজন নিরাপত্তা প্রহরী নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here