নাটোরের সিংড়ায় ধানবাহী ট্রাকটরের নিচে চাপা পড়ে মোঃ আরমান (১৫) নামের এক কিশোর চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ আরমান আলী (১৫) পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার মো. গোলাম মোস্তফার ছেলে। আরমান সিংড়া দমদমা পাইলট হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে মামার ট্রাক্টর নিয়ে ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান বয়ে আনতে যায় আরমান। ধান বোঝাই করে ফিরে আসার সময় সকাল ৯টার দিকে খারি থেকে মূল রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে সে ট্রাক্টর থেকে ছিটকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আরমান। এ সময় তিনজন ধানকাটা শ্রমিকও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আরমানের লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।