ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুম ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। সবশেষ ১০ ম্যাচের চারটিতেই হারের মুখ দেখেছে ইউনাইটেড।
সোমবার রাতে লিগ টেবিলের নিচের দিকে থাকা ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে ইউনাইটেড।
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডে বিপক্ষে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি প্যালেস। দ্বাদশ মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান ওলিসে। বক্সের মাঝামাঝি থেকে দারুণ শটে জাল খুঁজে নেন তিনি। ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে মাতেতা। বিবর্ণ ইউনাইটেড কেবল গোলই হজম করে যাচ্ছিল।
বিরতির পর ৫৮তম মিনিটে ইউনাইটেডের জালে আরও এক গোল দেন টাইরিক মিচেল। আট মিনিট পর নিজের দ্বিতীয় গোলে প্যালেসের জয় একরকম নিশ্চিতই করে ফেলেন ওলিসে। ডান দিক থেকে বক্সে ঢুকে জোরাল উঁচু শটে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড।
লিগে ১৩তম হারে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ইউনাইটেড। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধান এগিয়ে সপ্তম স্থানে চেলসি। ৫৬ পয়েন্ট নিয়ে ছয়ে নিউক্যাসল ইউনাইটেড। ৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে প্যালেস।