নেত্রকোনার দুর্গাপুরে উচ্চস্বরে মাইক বাজিয়ে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীর মাইক বক্সসহ সরঞ্জাম জব্দ করেছে স্থানীয় প্রশাসন। জেলার দুর্গাপুরে প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে সোমবার রাত সাড়ে নয়টার দিকে প্রচার প্রচারণার শেষ সময়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ হকের (আনারস) মাইক বক্স জব্দ করা হয়।
দুর্গাপুর পৌরশহরের প্রেসক্লাব মোড় সংলগ্ন প্রার্থীর নিজ নির্বাচনী প্রচার কার্যালয়ে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান।