রাশিয়ায় গিয়ে চুরির অভিযোগে মার্কিন সেনা গ্রেফতার

0

রাশিয়ায় গিয়ে চুরির অভিযোগ এক মার্কিন সেনা গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত ওই মার্কিন সেনার নাম স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাক। তিনি দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ছিলেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সার্জেন্ট গর্ডন ব্ল্যাকের বিরুদ্ধে একজন নারীর কাছ থেকে চুরি করার অভিযোগ রয়েছে। রাশিয়ার সুদূর পূর্বের ভ্লাদিভোস্টক শহরে গত ২ মে তাকে গ্রেফতার করা হয়। তবে সেসময় তিনি সরকারি সফরে ছিলেন না।
ওই সেনা দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসের ফোর্ট কাভাজোসে ডিউটি স্টেশন পরিবর্তন করার প্রক্রিয়ায় ছিলেন।

তবে এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে পারবেন না বলে জানান তিনি।

অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর একটি বিবৃতি অনুসারে, রাশিয়ায় গ্রেফতারকৃত ওই সৈনিক অপরাধমূলক অসদাচরণের অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

মুখপাত্র সিনথিয়া স্মিথ বলেছেন, “সেনাবাহিনী তার পরিবারকে এই বিষয়টি অবহিত করেছে এবং মার্কিন পররাষ্ট্র দফতর রাশিয়ায় গ্রেফতার হওয়া সৈনিককে উপযুক্ত কনস্যুলার সহায়তা প্রদান করছে।” সূত্র: বিবিসি, সিবিএস নিউজ, অ্যাক্সিওস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here