আদালতের নির্দেশে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

0

আদালতের নির্দেশনা মেনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ৮ মে অনুষ্ঠেয় এ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজ উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।  

নির্দেশনায় বলা হয়, মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সালেহা বেগম হাইকোর্টে মনোনয়ন বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট গত ২৫ এপ্রিল মনোনয়নপত্রটি বৈধ এবং প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেন। পরবর্তীতে আপিল বিভাগও এ আদেশ বহাল রাখেন। তাই আপিল বিভাগের আদেশ মেনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ৮ মে অনুষ্ঠেয় এ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here