মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে ইউনিফায়েড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থা চালু করেছে দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। এতে পর্যটকরা এক ভিসাতেই ঘুরতে পারবেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত ও কাতার। খবর গালফ নিউজের।
সোমবার অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের উদ্বোধনী দিনে এই ঘোষণা দেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি। নতুন এই ভিসায় এই ছয় দেশে ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে।
এর আগে, গত বছর নভেম্বরে সর্বসম্মতিক্রমে এ অঞ্চলের জন্য প্রস্তাবিত ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দেয় জিসিসিভুক্ত ছয় দেশ। এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সূচনা হলো নতুন এক যুগের।