ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে কুল্লা ইউনিয়নের বরাকৈই এলাকায় ঘরের টিনের চাল ও দেয়ালধসে চাপা পড়ে ২ নিরাপত্তা কর্মী মারা গেছেন। আর আহত হয়েছেন আরো ২ জন। ঝড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ফার্মের হিসাবরক্ষক কর্মকর্তা কৃঞ্চপদ সরকার।
নিহতরা হলেন- নওগাঁও জেলার বাসিন্ধা আনিছুর রহমান (৫২) ও গাইবান্ধা জেলার বাসিন্ধা শাহরুল ইসলাম (৪৫)। আর গুরুতর আহত হয়েছেন নিরাপত্তা কর্মী আল মামুন ও হামিদ আলী।
সাভার মডেল থানার এসআই মাজাহারুল ইসলাম জানান, সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই নিহতদের সুরতহাল রির্পোট তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।