ঝড়ে মহাসড়কে গাছ ও ডাল ভেঙে পড়ায় তীব্র যানজট

0

কালবৈশাখী ঝড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে অন্তত ১০ জায়গায় গাছ ও ডাল ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা গাছ ও ডাল অপসারণ করলে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় যানজট হওয়ায় গাড়ি চলাচলে কিছুটা ধীরগতি দেখা দেয়।

এদিকে, কালবৈশাখী ঝড়ে ফেনী সোনাগাজী সড়কের ফেনীর দাউদপুল কাঁচাবাজার এলাকায় গাছ পড়ে বড় যান চলাচল বন্ধ হয়। তবে ছোট ছোট যানবাহন চলতে দেখা যায়।

ফেনীর ফাজিলপু হাইওয়ে থানার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, মহাসড়কের তার অংশে প্রায় ৫/৬ স্থানে গাছ ও ডাল ভেঙে পড়ে সড়ক বন্ধ হলে দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন।

ফেনী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, কালবৈশাখী ঝড়ে ফেনীর প্রায় অর্ধশতাধিক স্থানে গাছ ও ডাল পড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here