মাদারীপুরে বৃষ্টিপাত শুরু, বজ্রপাতে নিহত ২

0

সোমবার বিকেল থেকেই মাদারীপুরে শুরু হয়েছে বৃষ্টিপাত। এই সময় বজ্রপাতে পৃথক ঘটনায় ২ জন মারা গেছে। বৃষ্টির সাথে ঝড়োবাতাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মাদারীপুরের অধিকাংশ গ্রাম।

স্থানীয় সূত্রে জানা গেছে,মাদারীপুরে পৃথক ঘটনায় বজ্রপাতে শ্রমিক ও কৃষক মারা গেছে। সোমবার বিকেলে সঞ্জিত বল্লভ (৩৫) এবং জসিম হাওলাদার (৪২) নামে দুইজন বজ্রপাতে নিহত হয়েছে। নিহত সঞ্জিত বল্লভ (৩৫) গোপালগঞ্জের কোটালিপাড়া কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি এলাকার নগেন বল্লভের পুত্র। তিনি মাদারীপুর শহরের পুরানবাজারে একটি মিষ্টির দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত জসিম হাওলাদার কালকিনি উপজেলা কয়ারিয়া ইউনিয়নের মোল্লার হাট রামারপোল গ্রামের হান্নান হাওলাদারের ছেলে।

এদিকে জসিম হাওলাদার সোমবার সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় থাকা গরু গোয়ালে রাখতে যান। এ সময় বজ্রপাত হলে আহত হন তিনি। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, দুইজন নিহতের খবর পেয়েছি। বিষয়টি দুঃখজনক।

এদিকে বৃষ্টির সাথে ঝড়োবাতাসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মাদারীপুরের বিভিন্ন গ্রামের বিদ্যুৎ। সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাসিন্দা স্বর্ণা সরোয়ার জানান, বৃষ্টির সাথে ঝড়োবাতাসের কারণে বিদ্যুৎ নেই বিকেল থেকেই। তবে গমর কমছে এতেই খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here