ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই। এখন বাকি রয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটির রাফাহ শহর। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রাফাহতে ইসরায়েলের হামলা ‘আসন্ন’ বলে ঘোষণা দিয়েছেন। তবে লাখ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল হয়ে ওঠা এই শহরে বড় ধরনের হামলার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাফাহতে অভিযান চালানো ছাড়া ইসরায়েলের কাছে ‘বিকল্প কোনো কিছু নেই’।
রাতে এক ফোনালাপে গ্যালান্ট সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানে রাফাহ থেকে ছোড়া রকেটের বিষয়ে অস্টিনকে অবহিত করেন। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ইসরায়েলি এই মন্ত্রী হামাসকে দোষারোপ করেছেন বলে জানা গেছে।
গ্যালান্টের দপ্তর থেকে বলা হয়েছে, গ্যালান্ট অস্টিনকে বলেছেন ‘আর কোনও উপায় নেই’ এবং এর অর্থ হলো- রাফাহতে ইসরায়েলি অভিযান শুরু করা।