জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকার দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (রিসাইকেলিং) শিল্পের সম্প্রসারণে তাদের প্রতিশ্রুতি আনুষ্ঠানিকীকরণ করেছে। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং জাইকা বাংলাদেশ অফিসের জ্যেষ্ঠ প্রতিনিধি ইয়ামাদা ‘জাহাজ রিসাইক্লিং সম্পর্কিত সক্ষমতা উন্নয়ন প্রকল্প ইয়ার্ড এবং টিএসডিএফ ডেভেলপমেন্ট’ এর ওপর রেকর্ড অব ডিসকাশনে স্বাক্ষর করেছেন।
বিশ্বে জাহাজ রিসাইক্লিংয়ে বাংলাদেশের অবস্থান সর্ববৃহৎ। এই শিল্পটি জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। বার্ষিক ৫০+ বিলিয়ন অর্থসহ ২৫ হাজারের বেশি প্রত্যক্ষ কর্মসংস্থান, এবং লোহা ও ইস্পাতের অভ্যন্তরীণ চাহিদার ৭০ শতাংশ পূরণ করে এই শিল্প।