বৈশাখী উল্লাসে মালয়েশিয়া মাতাবেন শফি মণ্ডল, বাবু, লায়লা ও মেরী

0

আগামী ১১ মে শনিবার কুয়ালালামপুর ক্র্যাফট কালচারাল কমপ্লেক্সে বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বৈশাখী উল্লাস ১৪৩১’ । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শফি মণ্ডল, সুলতানা ইয়াসমিন লায়লা, ফজলুর রহমান বাবু, মেরী ও অভিনেতা সাইদুর রহমান পাভেলসহ একঝাঁক তারকা।

এ উপলক্ষ্যে শুক্রবার রাতে বুকিত বিনতাং ব্যাচেলর পয়েন্ট রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সাংগঠনিক ব্যক্তিত্ব জাহিদুর রহমান খান কাঁকনের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বৈশাখী উল্লাস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ফরিদ উদ্দিন গাজী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার বদিউজ্জামান বাবু, মনসুর আল বাসার সোহেল, লাল মোহাম্মদ, রিসাদ বিন আবদুল্লাহ হৃদয়, শেখ জহির, রাছেল খান, এম এ রনি, আব্দুল্লাহ আল মামুন, তারিকুল আলম চৌধুরী অভি, নাদিম খান, আশরাফুজ্জামান রনি, রোহান আহমেদ শামীম, সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দিন ফাহাদী, নাজমুস সাকিব, লাল্টু বিশ্বাস, ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম। বৈশাখী উল্লাস প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উদ্‌যাপন কমিটির ফরিদ উদ্দিন গাজী ও লাল মোহাম্মদ। 

 ১১ মে শনিবার মালয়েশিয়া কুয়ালালামপুর ক্র্যাফট কালচারাল কমপ্লেক্সে বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া, আবৃতি, গান, নারীদের মেহেদি উৎসব, বালিশ খেলা, নৃত্য পরিবেশনসহ থাকছে দেশীয় ঐতিহ্যবাহী পান্তা ইংলিশ-ভর্তার আয়োজন এবং বিভিন্ন প্রকার দেশীয় খাবারের স্টল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here