অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) সভাপতি আব্দুল খান রতন এবং তার সফর সঙ্গীদের সৌজন্যে সংগীত সন্ধ্যা ও সম্মাননার আয়োজন করা হয়। এসময় আব্দুল খান রতনকে ফুল দিয়ে সংবর্ধনা জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শনিবার (৪ মে) জাকজমকপূর্ণ এক আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অ্যাডিশনাল সেক্রেটারি কমার্স মমিনুল হক, বর্তমান অ্যাডিশনাল সেক্রেটারি শরিফুল ইসলাম, ঢাকা কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ ইউসুফ, সিডনি প্রবাসী খালেদা কায়সার, সংগীত শিল্পী মুন্নি ও জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রায় দুই শতাধিক সাবেক ছাত্রছাত্রী।