দিনাজপুরে ফুটেছে নানা রঙের ফুল

0

বৈরী আবহাওয়ায় টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। বৈশাখের শুরু থেকে তীব্র তাপদাহ আর টানা অনাবৃষ্টির কারণে পুড়েছে প্রকৃতির বিভিন্ন গাছপালাও। এরপরেও দিনাজপুর শহরের এক স্কুল ক্যাম্পাসে ফুটেছে নানান প্রজাতির ফুল। মনে হবে, প্রকৃতির নির্মল পরিবেশ বিরাজ করছে। বর্ষার আগেই ক্যাম্পাসের জলজ কর্ণারে শাপলাও ফুটেছে। এই বৈরি আবহাওয়ায় ক্যাম্পাসের সতেজ গাছে গাছে নানান ফুলে ফুলে সেজেছে প্রকৃতি।

প্রকৃতির নির্মল পরিবেশ আর বেসিক শিক্ষাগ্রহণে ডিজিটালের ছোয়া ছাড়াও সৃজনশীল কাজে একদিকে শিক্ষার্থীদের ঝড়ে পড়া থেকে রক্ষা অপরদিকে সবার কাজে মডেল হয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘স্বারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়’। এখন ক্যাম্পাসে ফোটা লাল শাপলাসহ নানান ফুলে ফুলে সুবাসিত নান্দনিক বাগান এবং একই সারিতে স্মৃতিসৌধ ও ‘শহীদ মিনার’ আর মাঝে বাংলাদেশের মানচিত্র সবাই আকর্ষিত করছে। লাল-সবুজ এ ক্যাম্পাস নতুন কিছু করার স্বপ্নও দেখাচ্ছে শিক্ষার্থীসহ সবাইকে। 
বিদ্যালয়ের সহকর্মীগণ ও শিক্ষার্থীদের আন্তরিকতায় সবুজ ক্যাম্পাসে আকর্ষিত করছে ফোটা শতাধিক প্রজাতির ফুল। কোলাহল মুক্ত পরিবেশ ও সৌন্দর্য্য উপভোগ্য হয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাকৃতিক আবহে শিক্ষা প্রদানের উদ্দেশ্য ক্যাম্পাসকে প্রকৃতি দিয়ে সাজানো হয়েছে। গড়ে তোলা নান্দনিক বাগানে শাপলাসহ দেড় শতাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে যার চল্লিশটি প্রজাতিই দুষ্প্রাপ্য। বৈরী আবহাওয়া থেকে রক্ষায় সবার অতি যত্নে তাই সতেজ রয়েছে গাছগুলো। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here