বগুড়ার আদমদীঘিতে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুস ছালাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বেলা ১০টার দিকে নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়কের মটপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছালাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
জানা যায়, রবিবার বেলা ১০টার দিকে ব্যবসায়ী আব্দুস ছালাম তার মোটরসাইকেল নিয়ে নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়ক দিয়ে চাঁপাপুর বাজারে যাচ্ছিল। মটপুকুরিয়া এলাকায় ইটবোঝাই ট্রাক্টরকে ওভারটেক করার সময় সড়কে পড়ে যান। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।