মুন্সীগঞ্জে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ও কিশোরের পরনে ছিলো হাফহাতা গেঞ্জি ও জিন্স প্যান্ট। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ঘটনাস্থলেই তার গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখেছে ।
আজ রবিবার সকাল ৯টার দিকে জেলার টঙ্গিবাড়ি উপজেলার বাহেরপাড়া এলকায় টঙ্গীবাড়ী-মুক্তাপুর সড়কের পাশে পড়ে একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। স্থানীয়রা জানান, মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এলাকার কেউ তাকে চিনে না।