আইসিসির মাস সেরার দৌড়ে সাকিব

0

আইসিসির মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। 

গত মাসে তিন সংস্করণে ১২ ম্যাচে ৩৫৩ রান, সাথে ১৫ উইকেট নিয়েছেন সাকিব।

উইলিয়ামসনও মার্চ মাসে বেশ দাপট দেখিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এক ডাবল সেঞ্চুরির পাশাপাশি আরও একটি সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সব মিলিয়ে দুই টেস্টে করেছিলেন ৩৩৭ রান।

গত মাসে নেপালের বিপক্ষে ৪২ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন আরব আমিরাতে আসিফ খান। এরপর আমেরিকার বিপক্ষেও ৮৪ রানের ইনিংস খেলেছিলেন আসিফ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here