গুরুতর অসুস্থ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে নিজেই অসুস্থতার কথা জানালেন নিক। একইসঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে বাতিল করেছেন বেশ কিছু আসন্ন কনসার্ট।
জানা গেছে, মেক্সিকোর তিনটি শহরে অনুষ্ঠান করার কথা ছিল তার। কিন্তু হঠাৎই গলা ধরে যায়। অবস্থা এমন যে কথা বলতে পারছেন না তিনি। নিক জানান, তিনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত।
সব শেষে নিক লিখেন, ‘এমন একটা সময় পাশে থাকার জন্য ধন্যাবাদ। কথা দিলাম আগস্ট মাসের শোয়ে ১২০ গুণ ফিরিয়ে দেব।’ সূত্র : বিলবোর্ড।