ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ী মিরাজুল ইসলাম খান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর কুইড়ার ব্রিজ এলাকায় ইটভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেলে থাকা সুশান্ত (২৫) নামে আরেকজন আরোহী গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজুলকে মৃত ঘোষণা করেন এবং সুশান্তকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিহত মিরাজুল উপজেলার বালিয়া ইউনিয়নের মইশাউন্দা গ্রামের মৃত আলাল উদ্দিনের পুত্র ও হালুয়াঘাটের সাকুয়াই বাজারে ডেকোরেটর ব্যবসায়ী।