যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী তুমুল আন্দোলন চলছে। এই ঘটনায় প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে আটক করেছে মার্কিন পুলিশ।
একই ধরনের আন্দোলন চলছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও। স্থানীয় সায়েন্সেস পো ইউনিভার্সিটি থেকে শতাধিক বিক্ষোভকারীকে ‘শান্তিপূর্ণভাবে’ সরিয়ে দিয়েছে ফ্রান্স পুলিশ।
এর ফলে অনলাইন ক্লাস নিতে বাধ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
তবে এখনো বিশ্ববিদ্যালয়টির প্যারিস ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী সংঘাত এড়াতেই ব্যবস্থা নিচ্ছে তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিকল্প পন্থায় পরীক্ষা নেয়ার কথা চিন্তা করছেন।