জোসেফ-হেটমায়ার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

0

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করেছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। যে দলে ডাক পেয়েছেন শামার জোসেফ ও শিমরন হেটমায়ার।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কর্তৃক ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ দলে অধিনায়ক করা হয়েছে রোভম্যান পাওয়েলকে। 

আসন্ন বিশ্বকাপের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ পড়েছে গ্রুপ ‘সি’তে। যেখানে তাদের সঙ্গী আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। ২ জুন গায়ানায় পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্যারিবীয়দের বিশ্বকাপ অভিযান।

উইন্ডিজের বিশ্বকাপ দল

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৮ দিন ব্যাপী এই আসরে ৯টি ভেন্যুতে মোট ৫৫টি ম্যাচ হবে। যাকে বলা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। আসরের পর্দা নামবে ২৯ জুন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here