আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

0

সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অবশেষে ৮ দিন পর ইয়ারপুর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যানের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। গত রাতে হামলায় আহত ৯ শিক্ষার্থীর মধ্যে সাইফুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস। মামলার আসামিরা হলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভুঁইয়া(২৩), মনোয়ার হোসেন রাজকুমার রাজু(২৮), সোহাগ (২৬), মারুফ ভুঁইয়া (২৫), ইমন(২৮) ও ইভান (১৮)। এছাড়াও অজ্ঞাত আরো ২০ জনকে মামলায় আসামি করা হয়েছে। এরআগে শিক্ষার্থীরা আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার রেইন ফরেস্ট পার্কের সুইমিং পুলে গোসল শেষ করে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার  দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আরফান মার্কেটের সামনে অতর্কিত হামলার শিকার হন।

ঘটনার পর গাঁ ঢাকা দিয়েছে প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ কাব্য ভুঁইয়া। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস  জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কাব্য ভূঁইয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here