রেঞ্জের ভেতর ইসরায়েলগামী সকল জাহাজে হামলা করবে হুতিরা

0

রেঞ্জের ভেতর ইসরায়েলগামী সকল জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন।

শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠিটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ইয়েমেনের হুতিরা তাদের সীমার মধ্যে থাকা যে কোনো এলাকায় ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোকে টার্গেট করবে।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মানদাব প্রণালী ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ জাহাজগুলোতে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতিরা।

এটি শিপারদের দক্ষিণ আফ্রিকার চারপাশ দিয়ে ব্যয়বহুল এবং দীর্ঘপথে যাত্রা করতে বাধ্য করেছে। ইসরায়েল-হামাস যুদ্ধ মধ্য প্রাচ্যে ছড়িয়ে পড়তে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন আশঙ্কা বাড়িয়ে তুলেছে। সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here