গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখান লিওনেল মেসি। এরপর এবারই প্রথম দেশটির মেজর লিগ সকারের (এমএলএস) মাসসেরার পুরস্কার জিতেছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার।
চলতি আসরে এমএলএসে শুরু থেকেই দুর্দান্ত খেলছেন মেসি। যদিও চোটের জন্য কয়েক ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। তবে চোট কাটিয়ে ফের ছন্দে আর্জেন্টাইন ফুটবল তারকা। এপ্রিল মাসে ৬ গোল করেছেন। এর আগেও এমএলএসে আরও ৩ গোল আছে মেসির। সব মিলিয়ে এ আসরে এখন পর্যন্ত মেসির গোল ৯টি। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের ক্ষেত্রেও বাকিদের চেয়ে এগিয়েই আছেন তিনি।