কুমিল্লার লাকসামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল-আমিন (৩০) নামে এক ধান কাটার শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মুদাফরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। নির্যাতনের শিকার ওই শিশুর বাবা লাকসাম থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই শিশুটি ধান কাটায় ব্যস্ত থাকা তার বাবার জন্য নাস্তা নিয়ে যায়। ফেরার পথে ফুলহরা ব্রীজের পশ্চিমপাশে শিশুটিকে ঝাপটে ধরে ধান ক্ষেতে নিয়ে যায় ধান কাটার শ্রমিক আল আমিন। এ সময় তাকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চেষ্টা। শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে আল আমিনকে আটক করে মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর থানায় খবর দিলে এসআই আব্দুল লতিফ তাকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেফতার আল আমিন বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের শশুরকাটা গ্রামের সালেহ আহম্মদের ছেলে।