গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ গণমাধ্যমকে জানান, রেল দুর্ঘটনায় দুই ট্রেনের চালক ও সহকারীরা আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া রেল দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে কমলাপুর রেলস্টেশনে আটকা পড়েছেন ৪ থেকে ৫টি ট্রেনের যাত্রী।