আগামী ২৯ মে অনুষ্ঠেয় পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে জেলা প্রশাসকের দরবার হলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।