গত বছর মাতৃত্বের স্বাদ পেয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মেয়ের নাম রেখেছেন দেবী।
মা হওয়ার পর থেকে মেয়ের নানা টুকরো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিপাশা ও তার অভিনেতা স্বামী করণ সিং গ্রোভার। তবে ছোট্ট দেবীর মুখ দেখা যায়নি এতোদিন। অবশেষে সেই অপেক্ষার অবসান। মেয়ের মুখ দেখালেন বিপাশা।
গোলাপি জামায়, ম্যাচিং হেয়ার ব্যান্ডে দেখা যায় দেবীকে। বলিউডের অনেক তারকাই দেবীকে জানিয়েছে শুভেচ্ছা বার্তা।
এদিকে বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের মেয়ে ছবিতে অনুরাগীদেরও কমেন্টের বন্যা বয়ে যায়। কারোর মনে হয়েছে দেবীকে দেখতে করণ সিং গ্রোভারের মতো, কারোর কথা দেবী এক্কেবারে বিপাশার মতো। অনেকেই বিপাশা কন্যাকে আশীর্বাদ করেছেন।
২০১৬ সালে বাঙালি রীতি মেনে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। বিয়ের ৬ বছর পর বাঙালি কন্যা বিপাশার জীবনে আসে মাতৃত্বের স্বাদ ২০২২-এর নভম্বরে ৪৩ বছর বয়সে প্রথমবার মা হন বিপাশা বসু।