প্রতি ছয়জন প্রাপ্ত বয়স্কের একজন বন্ধ্যাত্বে ভোগে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থাটি বলেছে, এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে ১৭.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ বন্ধ্যাত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। আর এই বন্ধ্যাত্বের হিসেবে গরিব ও উচ্চ বিত্তের পার্থক্যটা খুব বেশি নয়। দুই ধরনের মানুষের মাঝেই বন্ধ্যাত্ব প্রায় সমহারে দেখা দিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, উচ্চ আয়ের দেশে বন্ধ্যাত্বের হার ১৭.৮ শতাংশ। আর নিম্ন ও মধ্য আয়ের দেশে সেই হার ১৬.৫ শতাংশ।
বন্ধ্যাত্বকে বিশ্বের বড় ধরনের স্বাস্থ্যগত চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: খালিজ টাইমস