কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে উপজেলার সদকী ইউনিয়নের সদকী রায়পাড়া এলাকার স্বামী বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ওই গৃহবধূর নাম মোছা. মৌসুমি খাতুন (২৯)। তিনি ওই এলাকার কাতার প্রবাসী মো. মাসুদ হোসেনের (৩২) স্ত্রী ও দুই সন্তানের জননী।
তবে অভিযোগ অস্বীকার করে শ্বাশুড়ি জহুরা খাতুন বলেন, রাতে তাঁর ছেলে ও বউয়ের ঝগড়া হয়েছিল। সেজন্য তাঁর ছেলে বউ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তাঁর ভাষ্য, মৌসুমিকে কেউ মারেনি। কিন্তু ঘটনার পর থেকেই মৌসুম শ্বশুর, ভাসুর, ভাসুরের স্ত্রী ও ননদ পলাতক রয়েছেন।
এ বিষয়ে কুমারখালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, মরদেহটি স্থানীয়রা আগেই নামিয়েছিল। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা পরে জানানো যাবে। তবে গৃহবধূর গলায় দাগ রয়েছে।