মুস্তাফিজের বিদায়ে চেন্নাই কোচের আফসোস

0

চেন্নাই সুপার কিংসের হয়ে এবার দারুণ বোলিং করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শেষ ম্যাচেও চার ওভারে ফিজ দিয়েছেন মাত্র ২২ রান, আছে একটি মেডেনও। 

তবে পহেলা মে চলতি আইপিএলের শেষ খেলাটা খেলেছেন মুস্তাফিজ। যদিও ফিজের শেষ ম্যাচে চেন্নাই হেরেছে ৭ উইকেটে। আর দলের অন্যতম নির্ভরযোগ্য পেসারকে গুরুত্বপূর্ণ সময়ে বিদায় দিতে হচ্ছে উল্লেখ করে একরকম আফসোস করেছেন চেন্নাইর কোচ স্টিফেন ফ্লেমিং।

অন্যদিকে পাতিরানা ও স্পিনার মহীশ থিকশানাকেও শ্রীলঙ্কায় ফিরতে হবে। সবমিলিয়ে ফিজের শূন্যতা হাড়ে হাড়ে টের পাচ্ছে চেন্নাই। তাই ফিজের চলে আসার পর দলটির সামনে আর যেনো কোনো বিকল্পও থাকছে না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here