‘হারানো’ ১০২টি মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

0

মাগুরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১০২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দিয়েছে মাগুরা জেলা পুলিশ। এ বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত তারা এ উদ্ধার কাজ করেন।

এসময় ভুল করে অন্য নাম্বারে চলে যাওয়াসহ মোবাইল ব্যাংকিং প্রতারণা, অনলাইন প্রতারণার শিকার এক লাখ চুরাশি হাজার পাঁচশ’ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। 

এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে ভুক্তভোগীদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা বুঝিয়ে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here