তীব্র তাপদাহ থেকে সুরক্ষায় রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ

0

তীব্র তাপাদহ থেকে সুরক্ষায় ফরিদপুরের রিকশাচালকদের মাঝে ছাতা, পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহরের রিকশাচালকদের হাতে ছাতাসহ এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। 

জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, তীব্র তাপাদহ মোকাবিলায় রিকশাচালক একটি করে ছাতা, দুই লিটার খাবার পানি ও দুইটি করে স্যালাইন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পৌর শহরের সকল রিকশাচালকদের এসব সামগ্রী বিতরন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here